এক নজরে প্রতিষ্ঠান পরিচিতি

আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পর তৎকালীন লালমনিরহাট মহাকুমার অবহেলিত সুরপুকুর ইউনিয়নের নিরক্ষর জনগোস্টিকে ইসলামী তাহজিব তমুদ্দুন সহ জীবন মুখি শিক্ষা বিস্তারে এখানকার নিম্ন লিখিত শিক্ষানুরাগী লোকদের নিরলস প্রচেষ্ঠার মাধ্যমে রইসবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় রইসবাগ কেরামতিয়া দাখিল মাদ্রাসা

প্রতিষ্ঠান গড়তে যাদের অবদান চির স্বরনীয় তারা হলেন

  • মরহুম আলহাজ্ব আদাত উল্লাহ
  • মরহুম ফুল মাসুদ মৃত্যু তারিখ: ১৯-১০-১৯৯৬
  • মরহুম আলহাজ গুল মোহাম্মদ
  • মরহুম আবু বক্কর সরকার
  • মরহুম আজাদ আলী প্রামাণিক
  • মরহুম আমাত উল্লাহ
  • মরহুম আলহাজ্ব আনার বকস (প্রতিষ্ঠাতা সদস্য)
  • আলহাজ্ব বলে মামুদ
  • আলহাজ্ব নছর উদ্দিন
  • মো. তমিজ উদ্দিন
  • মো. আবু বক্কর সিদ্দিক
  • মরহুম মাওলানা আবু জায়েদ (প্রতিষ্ঠাতা সুপার)

প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আবু জায়েদ হুজুর প্রতিষ্ঠা লগ্ন থেকে মরহুম আলহাজ্ব আদাত উল্লাহ সাহেবের বাড়িতে লজিং থেকে ১০ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে এমপিও ভুক্ত হয়।


মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে ২০২৩ সাল পর্যন্ত অবসর ও মৃতবরণকারী শিক্ষকদের তালিকা নিম্নরূপ-

  1. মো. নুরুল হক ক্বারী
  2. মো. নুরুল ইসলাম
  3. মো. খাজা নাজিম উদ্দিন
  4. মো. আবু জাফর
  5. মো. আব্দুল জলিল
  6. সুকুমার রায়
  7. আবুল কাশেম (নৈশ প্রহরী)

বিদায়ী সুপারদের তালিকা

  • মাওলানা আব্দুল জলিল
  • মাওলানা জাফর আলী
  • মাওলানা আবু জায়েদ

এমপিও ভুক্তির পর থেকে দাখিল পরীক্ষার ফলাফল একনজরে

সালপরীক্ষার্থীর সংখ্যাপাশ জন
20234019
20224327
20214332
20204636
20195335
20184426
20173518
20163128
20153025
20145542
20132118
20121310
20111710
20102016
20092420
2008155
2007147
2006136
2005117
2004204
2003154
2002128
2001103
2000129
1999125
199896
199760
199682
199543
199454
199340
199282
199140
1990--
1989--
1988--
198730
198670
198520